বিজনেস আওয়ার প্রতিবেদক : দায়িত্বে অবহেলার অভিযোগে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন বলেন, “ওসি আমিরুলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।”
গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়। হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আমিরুলকে প্রত্যাহার করে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ৯ দিনের মাথায় ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার হলো।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২০/কমা