বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) এর পরিচালনা পর্ষদ প্রায় ৬১ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যা দিয়ে ইক্যুপমেন্ট কেনা হবে। এক্ষেত্রে নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মোট বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে ১০ কোটি ৯০ লাখ টাকা দিয়ে উইননাওয়ার টোব্যাকো রিকভারী (ডব্লিউটিআর) ইক্যুপমেন্ট কেনা হবে। এছাড়া ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়ে ২০এস হিঞ্জ-লিড মেকার অ্যান্ড প্যাকার লাইন ইক্যুপমেন্ট ও ২২ কোটি ২০ লাখ টাকা দিয়ে সেন্ট্রালাইজড অনলাইন ইউপিএস ইক্যুপমেন্ট কেনা হবে।
বিজনেস আওয়ার/১১ মে, ২০২৩/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: