ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অবন্টিত লভ্যাংশ দিতে আলোচনা

  • পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • 53

বস্ত্র খাতের বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পোঁছানোর লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিটিএমএর রাজধানীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমএসএফের পক্ষ থেকে সভাপতিত্ব করেন চিটাগাং স্টক এক্সচঞ্জের (সিএসই) চেয়ারম্যান ও সিএমএসএফের বোর্ড অব গভর্নর (বিওজি) সদস্য আসিফ ইব্রাহিম। বিটিএমইর পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিটিএমএর প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী খোকন।

সভায় বস্ত্র খাতের বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ সিএমএসএফের তহবিলে আনার জন্য মতামত বিনিময় করা হয়। এই অবন্টিত লভ্যাংশের অর্থ এবং স্টক সিএমএসএফের তহবিলে আনার ব্যপারে বিটিএমএর প্রেসিডেন্ট ইতিবাচক মত প্রকাশ করেন।

শেয়ারবাজারকে চাঙ্গা করতে অবন্টিত লভ্যাংশের অর্থ সিএমএসএফের তহবিলে জমা করাটা খুবই জরুরী জানিয়ে আসিফ ইব্রাহিম এই অবন্টনকৃত লভ্যাংশ পেতে বিটিএমসির সব ধরনের সহযোগীতা চান। একই সাথে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড বিনিয়োগকারীদের সুরক্ষায় বিটিএমএকে কাজ করার আহবান করেন।

সভায় সিএমএসএফের চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন ফান্ডের কার্যাবলীর উপর একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন। আলোচনা সভায় ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মোহাম্মাদ হাসান বাবু, সিএমএসএফের পক্ষে বিওজির সদস্য ডা. শেখ তানজিলা দীপ্তি, আরএমসির চেয়ারম্যান আমিনুল করিম, এএএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ, হেড অব অপারেশন ওয়াসি আজম উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অবন্টিত লভ্যাংশ দিতে আলোচনা

পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

বস্ত্র খাতের বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পোঁছানোর লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিটিএমএর রাজধানীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমএসএফের পক্ষ থেকে সভাপতিত্ব করেন চিটাগাং স্টক এক্সচঞ্জের (সিএসই) চেয়ারম্যান ও সিএমএসএফের বোর্ড অব গভর্নর (বিওজি) সদস্য আসিফ ইব্রাহিম। বিটিএমইর পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিটিএমএর প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী খোকন।

সভায় বস্ত্র খাতের বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ সিএমএসএফের তহবিলে আনার জন্য মতামত বিনিময় করা হয়। এই অবন্টিত লভ্যাংশের অর্থ এবং স্টক সিএমএসএফের তহবিলে আনার ব্যপারে বিটিএমএর প্রেসিডেন্ট ইতিবাচক মত প্রকাশ করেন।

শেয়ারবাজারকে চাঙ্গা করতে অবন্টিত লভ্যাংশের অর্থ সিএমএসএফের তহবিলে জমা করাটা খুবই জরুরী জানিয়ে আসিফ ইব্রাহিম এই অবন্টনকৃত লভ্যাংশ পেতে বিটিএমসির সব ধরনের সহযোগীতা চান। একই সাথে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড বিনিয়োগকারীদের সুরক্ষায় বিটিএমএকে কাজ করার আহবান করেন।

সভায় সিএমএসএফের চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন ফান্ডের কার্যাবলীর উপর একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন। আলোচনা সভায় ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মোহাম্মাদ হাসান বাবু, সিএমএসএফের পক্ষে বিওজির সদস্য ডা. শেখ তানজিলা দীপ্তি, আরএমসির চেয়ারম্যান আমিনুল করিম, এএএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ, হেড অব অপারেশন ওয়াসি আজম উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: