বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বাজার মূলধন। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। সব ধরনের সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কমেছে লেনদেনসহ মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। এদিন (সোমবার) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৮৬ কোটি টাকা। আগেরদিন রবিবার মূলধন হয়েছিল ৬৫ হাজার ২৭৫ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৮৯ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০টি এবং কমেছে ৮৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯০টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৮৫ দশমিক ৮২ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৬ দশমিক ১৭ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৮ কোটি টাকা শেয়ার। আগেরদিন রবিবার ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন (সোমবার) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার ৭৮৪ কোটি টাকা। আগেরদিন রবিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৫৩৫ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭০৩ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬টি, কমেছে ৭১টি এবং পরিবর্তন হয়নি ৮১টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৫ দশমিক ৬১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০ দশমিক ৭০ পয়েন্ট, সিএসসিএক্স ২০ দশমিক ৬৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১১ দশমিক ৬২ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৬ দশমিক ১৯ পয়েন্টে, ১১ হাজার ৩৭ দশমিক ৫৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৩ দশমিক ৫৮ পয়েন্টে।
বিজনেস আওয়ার/১৫ মে, ২০২৩/এমএজেড