বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
সোমবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ মার্চ, ২০২৩ কোম্পানির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (বাজার দামে) হয়েছে ১০.৪৭ টাকা। এই লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন।
বিজনেস আওয়ার/১৬ মে, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: