বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের চলতি অর্থবছরের (২০২২-২০২৩) তৃতীয় প্রান্তিক (জানুয়ারী-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সূত্রে জানা এ তথ্য জানা গেছে।
নানা কারনে সময়মতো বেঁধে দেওয়ার সময়ে তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ সম্ভব নয় বলে জানায় আনোয়ার গ্যালভানাইজিং। সেই কারনে তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বৃদ্ধি চেয়ে কোম্পানিটি ২৬ এপ্রিল বিএসইসিতে আবেদন করে।
সেই আবেদনে পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সময় বাড়ানোর বিষয়টি সম্প্রতি এক চিঠির মাধ্যমে বিএসইসি কোম্পানিকে জানায়। ওই চিঠিতে, আগামী ৩০ মের মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়।
বিজনেস আওয়ার/১৯ মে, ২০২৩/এমএজেড