বিজনেস আওয়ার প্রতিবেদক: শনিবার দিবাগত রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে আনিস হালদারের জালে ধরা পড়া পাঁচ কেজি ওজনের একটি ঢাঁই মাছ। সেই ঢাঁই মাছ বিক্রি হয়েছে ১৫ হাজার ৫০০ টাকায়।
রোববার (২১ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে এলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় কিনে নেন।
পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, অনেক দিন পর একটি ঢাঁই মাছ পেয়ে আমি রওশন মোল্লার আড়তে গিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় মাছটি ক্রয় করি।
পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। আজ এই ঢাঁই মাছটি পেয়ে নিজের কাছে খুবই আনন্দ লেগেছে। মাছটি বিক্রি করে আমার ৫০০ টাকা লাভ হয়েছে।
বিজনেস আওয়ার/২১ মে, ২০২৩/এএইচএ