বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল সোমবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস রবিবার তুলনায় এদিন লেনদেন পরিমান সামান্য কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমেছে লেনদেন পরিমান। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেন দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭২টি এবং কমেছে ১১১টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৭টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩২ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ দশমিক ৬০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৯ দশমিক ৭১ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১৪ কোটি ১৫ লাখ টাকা শেয়ার। আগেরদিন রবিবার ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টি, কমেছে ৭৪টি এবং পরিবর্তন হয়নি ১০৩টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮১ দশমিক ৩৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ৬১ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট এবং সিএসসিএক্স ২ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৪৪ পয়েন্টে, ১৩ হাজার ৪১০ দশমিক ৪১ পয়েন্টে এবং ১১ হাজার ১৭৪ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ দশমিক ৪৬ পয়েন্টে।
বিজনেস আওয়ার/৩০ মে, ২০২৩/এমএজেড