ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রী মিলল ঢাকায়

  • পোস্ট হয়েছে : ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদরাসার নিখোঁজ হওয়া তিন ছাত্রীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। সেই সাথে তাদেরকে অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেন- আব্দুল হান্নান, রুমান আলী ও আলমগীর হোসেন। তাদের বাড়ি বিভিন্ন জেলায়। তারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, গত রোববার (২৮ মে) গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের বানারুল ইসলামের মেয়ে ও বামন্দী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না খাতুন (১৪), একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও একই মাদরাসার নবম শ্রেণির ছাত্রী সূবর্ণা খাতুন (১৫) এবং জামরুল ইসলামের মেয়ে নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনকে (১৫) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

পরে তাদের অভিভাবকরা গাংনী থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই তিন ছাত্রী একই সঙ্গে প্রতিদিন মাদরাসায় যাতায়াত করতো।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিন মাদরাসা ছাত্রী উদ্ধার ও তিন জনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। ওই তিন মাদ্রাসাছাত্রী কেন ঢাকায় যায় এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেহেরপুরের নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রী মিলল ঢাকায়

পোস্ট হয়েছে : ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদরাসার নিখোঁজ হওয়া তিন ছাত্রীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। সেই সাথে তাদেরকে অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেন- আব্দুল হান্নান, রুমান আলী ও আলমগীর হোসেন। তাদের বাড়ি বিভিন্ন জেলায়। তারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, গত রোববার (২৮ মে) গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের বানারুল ইসলামের মেয়ে ও বামন্দী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না খাতুন (১৪), একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও একই মাদরাসার নবম শ্রেণির ছাত্রী সূবর্ণা খাতুন (১৫) এবং জামরুল ইসলামের মেয়ে নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনকে (১৫) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

পরে তাদের অভিভাবকরা গাংনী থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই তিন ছাত্রী একই সঙ্গে প্রতিদিন মাদরাসায় যাতায়াত করতো।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিন মাদরাসা ছাত্রী উদ্ধার ও তিন জনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। ওই তিন মাদ্রাসাছাত্রী কেন ঢাকায় যায় এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: