আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে স্কুল কর্তৃপক্ষকে কঠিন হতে হয়। কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে! সে সীমা হয়তো পার করে ফেলেছিল যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা তাই ধীরে ধীরে প্রতিষ্ঠানকে জেল ভাবা শুরু করে। এ জেল থেকে মুক্তি পেতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেছে নেয় অদ্ভুত এক পন্থা। তারা রিয়েল এস্টেট ওয়েবসাইটে দিয়ে দেয় নিজেদের স্কুল বিক্রির বিজ্ঞাপন। অবাক করা এ ঘটনাটি ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মেড সিনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয় রিয়েল এস্টেট ওয়েবসাইট জিল্লোতে, দাম ৪২ হাজার ৬৯ ডলার। বিজ্ঞাপনে বলা হয়, ১২ হাজার ৪৫৮ বর্গফুটের এ প্রতিষ্ঠান জেলের মতো। এ ছাড়া এর সব বাথরুমে রয়েছে পয়ঃনিষ্কাশন সমস্যা। এতে ১২টি বেডরুম, একটি প্রশস্ত রান্নাঘর এবং একটি বাস্কেটবল কোর্ট রয়েছে।
এদিকে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিজ্ঞাপনকে সৃজনশীল কাজ হিসেবেই দেখছে। তবে যে দাম ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সেটি নিয়ে আপত্তি রয়েছে তাদের।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, এটি সত্যি অসাধারণ সৃজনশীল বিজ্ঞাপন। কিন্তু এমন একটি সাজানো গোছানো প্রতিষ্ঠানের জন্য যে দাম উল্লেখ করা হয়েছে, সেটি একটু কমই। সূত্র: এনডিটিভি
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২৩/এএইচএ