আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেশটির জাতীয় ঋণসীমা বাড়ানোর বিল পাস হয়েছে। এটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেস্কে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাতে বিলটি পাস হয়।
শুক্রবার (২ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে বিলটির পক্ষে পড়ে ৬৩ ভোট ও বিপক্ষে ৩৬ ভোট।
বাইডেন বিলের অনুমোদনকে দেশ এবং অর্থনীতির জন্য একটি ‘বড় জয়’ বলে অবহিত করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব তিনি এটিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন।
বুধবার (৩১ মে) রাতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জাতীয় ঋণগ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাবটি ৩১৪ ভোট পেয়ে পাস হয়। বিপরীতে প্রস্তাবটির বিপক্ষে পড়ে ১১৭টি ভোট।
এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের ওপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপর ভোট শুরু হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা ৩১.৪ ট্রিলিয়ন বা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার। আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এ দেশটি।
বিজনেস আওয়ার/২জুন, ২০২৩/এএইচএ