বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।
জানা গেছে, ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য,ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর গত ৭ মে ছিল ৩১২ টাকায়। যা ০১ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৬৪.৩০ টাকায়। অর্থাৎ গত ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৫২.৩০ টাকা বা ১৭ শতাংশ।
বিজনেস আওয়ার/০৪ জুন, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: