ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে প্রান গেল ৪০৮ জনের

  • পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • 66

বিজনেস আওয়ার প্রতিবেদক : সারাদেশে গত মে মাসে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৪০৮ জনের প্রাণহানি হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৭ জন ও শিশু ৭৮ জন। এছাড়া সড়কে আহত হয়েছেন ৬৩১ জন।

শুক্রবার সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়। দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।

এতে বলা হয়, মে মাসে সারাদেশে ১৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ১৪১ জন। যেখানে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১ দশমিক ৭৭ শতাংশ। একই মাসে দুর্ঘটনায় ১০৪ জন পথচারী এবং ৭২ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন। এসময়ে দেশে ৬টি নৌ দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন। এছাড়া ২৫টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, এসব দুর্ঘটনার মধ্যে ১৬৫টি জাতীয় মহাসড়কে, ২০১টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে, ৪৮টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে চারটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭১টি মুখোমুখি সংঘর্ষ, ২৩৬টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৪টি যানবাহনের পেছনে আঘাত এবং ২৩টি অন্যান্য কারণে ঘটেছে।

মে মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই বিভাগে ১৩৪টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনা এবং বরিশাল বিভাগে দুর্ঘটনায় সবচেয়ে কম ২০ জনের প্রাণহানি ঘটেছে।

বিজনেস আওয়ার/৯ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সড়কে প্রান গেল ৪০৮ জনের

পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সারাদেশে গত মে মাসে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৪০৮ জনের প্রাণহানি হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৭ জন ও শিশু ৭৮ জন। এছাড়া সড়কে আহত হয়েছেন ৬৩১ জন।

শুক্রবার সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়। দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।

এতে বলা হয়, মে মাসে সারাদেশে ১৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ১৪১ জন। যেখানে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১ দশমিক ৭৭ শতাংশ। একই মাসে দুর্ঘটনায় ১০৪ জন পথচারী এবং ৭২ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন। এসময়ে দেশে ৬টি নৌ দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন। এছাড়া ২৫টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, এসব দুর্ঘটনার মধ্যে ১৬৫টি জাতীয় মহাসড়কে, ২০১টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে, ৪৮টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে চারটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭১টি মুখোমুখি সংঘর্ষ, ২৩৬টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৪টি যানবাহনের পেছনে আঘাত এবং ২৩টি অন্যান্য কারণে ঘটেছে।

মে মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই বিভাগে ১৩৪টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনা এবং বরিশাল বিভাগে দুর্ঘটনায় সবচেয়ে কম ২০ জনের প্রাণহানি ঘটেছে।

বিজনেস আওয়ার/৯ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: