ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ পরিশোধে দেড়’শ কোটি টাকা সংগ্রহ করবে নাভানা ফার্মা

  • পোস্ট হয়েছে : ১২:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • 97

বিজনেস আওয়ার প্রতিবেদক : বন্ড ছেড়ে থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে চাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস। কোম্পানির বন্ডটি ইস্যুর বিষয়ে বিনিয়োগকারীদের মতামত নিতে আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে নাভানা ফার্মাসিউটিক্যালস তাদের আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে। বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। এটি আংশিক রূপান্তরোযগ্য। মেয়াদ শেষে বন্ডটির সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি কুপনযুক্ত। বছরে দুইবার (প্রতি ৬ মাস) বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। অবশ্য এর আগে প্রয়োজন কোম্পানির বিনিয়োগকারীদের সম্মতি। বন্ড ইস্যুর বিষয়ে বিনিয়োগকারীদের মতামত নিতে আগামী ৩১ জুলাই দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আওয়ার/১২ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঋণ পরিশোধে দেড়’শ কোটি টাকা সংগ্রহ করবে নাভানা ফার্মা

পোস্ট হয়েছে : ১২:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বন্ড ছেড়ে থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে চাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস। কোম্পানির বন্ডটি ইস্যুর বিষয়ে বিনিয়োগকারীদের মতামত নিতে আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে নাভানা ফার্মাসিউটিক্যালস তাদের আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে। বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। এটি আংশিক রূপান্তরোযগ্য। মেয়াদ শেষে বন্ডটির সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি কুপনযুক্ত। বছরে দুইবার (প্রতি ৬ মাস) বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। অবশ্য এর আগে প্রয়োজন কোম্পানির বিনিয়োগকারীদের সম্মতি। বন্ড ইস্যুর বিষয়ে বিনিয়োগকারীদের মতামত নিতে আগামী ৩১ জুলাই দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আওয়ার/১২ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: