বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন কমেছে লেনদেন পরিমান। লেনদেন কমে হাজার কোটি টাকার নিচে অবস্থান করেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। এদিন বেড়েছে শেয়ার বিক্রির চাপ।
এদিন সব ধরনের সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন বেড়েছে লেনদেন পরিমান।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৯৮১ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন রবিবার লেদেন হয়েছিল ১ হাজার ৩০ কোটি ৬১ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২টি এবং কমেছে ১৪৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮১টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১০ দশমিক ৫৯ পয়েন্টে।
এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৮৫ দশমিক ৩৯ পয়েন্টে এবং ১ হাজার ৩৭২ দশমিক শূন্য ৬ পয়েন্টে।
অপরদিক চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৯ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন রবিবার লেদেন হয়েছিল ২১ কোটি ৫৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০টি এবং কমেছে ১০১টির। শেয়ার পরিবর্তন হয়নি ৯৩টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯২ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫০ দশমিক ৩৩ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৬২ পয়েন্ট, সিএসসিএক্স ৫৫ দশমিক ২৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১০ দশমিক ৯৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৬ দশমিক ৫২ পয়েন্টে, ১১ হাজার ১৫৫ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৯ দশমিক ৬৮ পয়েন্টে।
বিজনেস আওয়ার/১২ জুন, ২০২৩/এমএজেড