ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল হক মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল হক (৭৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিজামুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোলায়মান বলেন, সকালে নিজামুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কতদিন ধরে কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তা বলতে পারছি না। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিজামুল হকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে। তাকে গত ১০ এপ্রিল রাজধানীর ভাটারার একটি বাসা থেকে গ্রেফতার করেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল হক মারা গেছেন

পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল হক (৭৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিজামুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোলায়মান বলেন, সকালে নিজামুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কতদিন ধরে কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তা বলতে পারছি না। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিজামুল হকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে। তাকে গত ১০ এপ্রিল রাজধানীর ভাটারার একটি বাসা থেকে গ্রেফতার করেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: