বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৪টির বা ২০ দশমিক ১৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৪ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিকিউ বলপেন টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফের ৪ দশমিক শূন্য ১ শতাংশ, ন্যাশনাল টির ৩ দশমিক ৮১ শতাংশ, বিডি অটোকারসের ৩ দশমিক ৭০ শতাংশ, সোনালী লাইফের ৩ দশমিক ৬২ শতাংশ, মেঘনা লাইফের ৩ দশমিক ৬১ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩ দশমিক ২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২ দশমিক ৯০ শতাংশ, বঙ্গজের ২ দশমিক ৬১ শতাংশ এবং পপুলার লাইফের ২ দমমিক ৫৮ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২৩/এমএজেড