ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েতে মাদক-আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • 50

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে মাদক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীনে পরিচালিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাধারণ অধিদপ্তর। এদের মধ্যে তিনজন উপসাগরীয় নাগরিক, একজন বেদুঈন এবং আরেকজন বাংলাদেশি। খবর আরব টাইমসের।

শুক্রবার (২৩ জুন) একটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে আনুমানিক ২ কিলোগ্রাম হাশিশ, ৩০টি সাইকোট্রপিক পদার্থের ট্যাবলেট, তিনটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে।

স্থানীয় আরব টাইমসের খবর অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা জব্দ করা জিনিসের মালিকানা এবং পাচার করার কথা স্বীকার করেন। জব্দ মাদকদ্রব্যসহ ওই পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কুয়েতে মাদক সম্পূর্ণ নিষিদ্ধ। এর সঙ্গে কেউ জড়িত থাকলে জেল জরিমানাসহ প্রবাসীদের দেশ থেকে বিতাড়িত করার আইন আছে। মাদক চোরাচালান ও প্রচারের গুরুতর হুমকি মোকাবিলায় এবং দেশের যুব সমাজকে রক্ষার জন্য নিরাপত্তা কর্মীদের অটল থাকার ওপর জোর দেওয়া হয়।

বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুয়েতে মাদক-আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি গ্রেফতার

পোস্ট হয়েছে : ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে মাদক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীনে পরিচালিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাধারণ অধিদপ্তর। এদের মধ্যে তিনজন উপসাগরীয় নাগরিক, একজন বেদুঈন এবং আরেকজন বাংলাদেশি। খবর আরব টাইমসের।

শুক্রবার (২৩ জুন) একটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে আনুমানিক ২ কিলোগ্রাম হাশিশ, ৩০টি সাইকোট্রপিক পদার্থের ট্যাবলেট, তিনটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে।

স্থানীয় আরব টাইমসের খবর অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা জব্দ করা জিনিসের মালিকানা এবং পাচার করার কথা স্বীকার করেন। জব্দ মাদকদ্রব্যসহ ওই পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কুয়েতে মাদক সম্পূর্ণ নিষিদ্ধ। এর সঙ্গে কেউ জড়িত থাকলে জেল জরিমানাসহ প্রবাসীদের দেশ থেকে বিতাড়িত করার আইন আছে। মাদক চোরাচালান ও প্রচারের গুরুতর হুমকি মোকাবিলায় এবং দেশের যুব সমাজকে রক্ষার জন্য নিরাপত্তা কর্মীদের অটল থাকার ওপর জোর দেওয়া হয়।

বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: