বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি নন-কনভার্টেবল, আনসিকিউরড, সম্পূর্ণরূপে খালাসযোগ্য ফ্লোটিং রেট অধস্তন বন্ড।
গতকাল সোমবার বিএসইসির ৮৭৩তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রাইম ব্যাংকের বন্ডটির কুপন হার ৬ শতাংশ হতে ১০ শতাংশ। প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে ইস্যু করা হবে।
বন্ডটির ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে কোম্পানির টিয়ার ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টেমন্ট লিমিটেড। অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২৩/এমএজেড