বিজনেস আওয়ার প্রতিবেদক : সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে জানান, ঢাকা দক্ষিণ সিটি করোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
আরও বলেন, দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত দেড়টার দিকে শেষ হয়। সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: