বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ডটির ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। বন্ডটির সংগ্রহ করা টাকা দিয়ে ঢাকা ব্যাংক তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এর উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের পর্যাপ্ততা নিশ্চিত করা।
বিজনেস আওয়ার/২ জুলাই, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: