বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রবিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এদিন সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন দুই স্টকে লেনদেন পরিমান কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, ঈদের (কোরবানী) পর প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ঈদের আগের শেষ কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০টি এবং কমেছে ১১৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৯টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৩ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯১ দশমিক ৯৩ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৬ দশমিক ২৯ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ৩৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টি, কমেছে ৪৮টি এবং পরিবর্তন হয়নি ৬৩টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৪ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩৩ পয়েন্ট, সিএসসিএক্স ১৪ দশমিক ৪৮ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ২৭ পয়েন্টে, ১৩ হাজার ৪০৪ দশমিক ৫৪ পয়েন্টে, ১১ হাজার ১৯৭ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭৬ দশমিক ৬৯ পয়েন্টে।
বিজনেস আওয়ার/২ জুলাই, ২০২৩/এমএজেড