বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্সের দুইজন স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
এশিয়া ইন্স্যুরেন্সে পরিচালনা পর্ষদ কোম্পানির স্বাধীন পরিচালক হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম এবং এনবিআর সাবেক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছেন। এই দুই স্বাধীন পরিচালকের নিয়োগ ছলতি বছরের ১১ মে থেকে কার্যকর হয়েছে।
বিজনেস আওয়ার/৫ জুলাই, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: