ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান সূচকের উত্থান, লেনদেনও বাড়তি

  • পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • 35

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন ৯শ কোটি টাকার ঘরে কাছাকাছিতে অবস্থান করছে।

প্রধান সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৮৯০ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০০ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টি এবং কমেছে ১০৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮০টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ দশমিক ১৪ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ দশমিক ৫৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ দশমিক ৮৭ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৪৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৯১টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৭ দশমিক ১৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৭ দশমিক ৩২ পয়েন্টে এবং এবং ১ হাজার ১৭৮ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৫৯ পয়েন্ট এবং সিএসসিএক্স ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৬৯ পয়েন্টে এবং ১১ হাজার ১৯২ দশমিক ৭৯ পয়েন্টে।

বিজনেস আওয়ার/৫ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রধান সূচকের উত্থান, লেনদেনও বাড়তি

পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন ৯শ কোটি টাকার ঘরে কাছাকাছিতে অবস্থান করছে।

প্রধান সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৮৯০ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০০ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টি এবং কমেছে ১০৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮০টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ দশমিক ১৪ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ দশমিক ৫৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ দশমিক ৮৭ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৪৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৯১টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৭ দশমিক ১৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৭ দশমিক ৩২ পয়েন্টে এবং এবং ১ হাজার ১৭৮ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৫৯ পয়েন্ট এবং সিএসসিএক্স ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৬৯ পয়েন্টে এবং ১১ হাজার ১৯২ দশমিক ৭৯ পয়েন্টে।

বিজনেস আওয়ার/৫ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: