বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস বা রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৫টির বা ২৫ দশমিক ১৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। পরের আগ্রহে ছিল সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ার। অবশ্য দুটিই শেয়ার দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে ফু-ওয়াং ফুড শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ২০ পয়সা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। এদিনে কোম্পানির শেয়ার দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌছেছে। এর মাধ্যমে ফু-ওয়াং ফুডের শেয়ার টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। একইদিনে দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌছে গেইনারের দ্বিতীয় স্থান দখল করেছে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ার। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪০ টাকা ৭০ পয়সা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডায়িংয়ের ৯ দশমিক ৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৯ দশমিক ৯৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৯ দশমিক ৭৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯ দশমিক ৭১ শতাংশ, জেনারেশন নেক্সটের ৯ দশমিক ৫৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ৯ দশমিক ৩৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯ দশমিক ১৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৮ দশমিক ৮৮ শতাংশের শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/৯ জুলাই, ২০২৩/এমএজেড