ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা শামীম গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • 81

বিজনেস আওয়ার প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকায় ছাত্রলীগ নেতা গাজী শামীম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত গাজী শামীম উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানের ছেলে রিফাত। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা শামীম গ্রেফতার

পোস্ট হয়েছে : ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকায় ছাত্রলীগ নেতা গাজী শামীম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত গাজী শামীম উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানের ছেলে রিফাত। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: