ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক দফার ঘোষণা শুনতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা

  • পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকার পতনের লক্ষে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফার ঘোষণা শুনতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে জড়ো হয়েছে নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে ঢল নেমেছে দলটির নেতাকর্মীদের।

বুধবার (১২ জুলাই) ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নয়া পল্টনে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এতে নেতাকর্মীদের আসায় কোনো ব্যাঘাত ঘটেনি। এমনকি দুপুর ১টা নগাদ নয়াপল্টনের বিজয় নগর মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের মূল সড়কসহ বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।

খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তুলছেন তারা। এছাড়া নেতাকর্মীরা মাথায় বিভিন্ন রঙের টুপি পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

মঙ্গলবার (১১ জুলাই) ডিএমপি সদরদপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এ অনুমতির চিঠি পাঠানো হয়। এতে ডিএমপি কমিশনারের পক্ষে সই করেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা।

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এক দফার ঘোষণা শুনতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা

পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকার পতনের লক্ষে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফার ঘোষণা শুনতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে জড়ো হয়েছে নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে ঢল নেমেছে দলটির নেতাকর্মীদের।

বুধবার (১২ জুলাই) ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নয়া পল্টনে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এতে নেতাকর্মীদের আসায় কোনো ব্যাঘাত ঘটেনি। এমনকি দুপুর ১টা নগাদ নয়াপল্টনের বিজয় নগর মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের মূল সড়কসহ বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।

খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তুলছেন তারা। এছাড়া নেতাকর্মীরা মাথায় বিভিন্ন রঙের টুপি পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

মঙ্গলবার (১১ জুলাই) ডিএমপি সদরদপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এ অনুমতির চিঠি পাঠানো হয়। এতে ডিএমপি কমিশনারের পক্ষে সই করেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা।

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: