বিজনেস আওয়ার প্রতিবেদক : কোরবানির ঈদের পর বাজারে মাছ ও সবজির দাম কিছুটা কমলেও এখনো সহনীয় পর্যায়ে আসেনি। অন্যদিকে কাঁচা মরিচ, আদা, পেঁয়াজ, আলু, টমেটো, ভোজ্যতেল ও চিনি- এ সাতটি নিত্যপণ্যের দাম এখনো ঊর্ধ্বমুখী।
শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি বাজারে দ্রব্যমূল্যের এ চিত্র দেখা গেছে।
গত মঙ্গলবার (১১ জুলাই) বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা ও খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানোর ঘোষণা আসলেও পরের দিন বুধবার থেকে এখনো তা কার্যকর হয়নি। আগের বাড়তি দামেই তেল কিনছেন ক্রেতারা।
অন্যদিকে গত কয়েক দিনের ব্যবধানে প্যাকেটজাত চিনির দাম আরও বেড়েছে। এখন ১৩৫ থেকে ১৫০ টাকা কেজি দরে তা বিক্রি হচ্ছে।
তেল-চিনি ছাড়াও বাজারে আরও পাঁচ ধরনের পণ্যের দাম ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক নয়। এরমধ্যে কাঁচা মরিচ ২৬০ থেকে ৩২০ টাকা কেজি, আদা ৩০০ টাকা কেজি, পেয়াজ ৬০ থেকে ৮০ টাকা কেজি, আলু ৪৫ তেকে ৫০ কেজি, টমেটো ২৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
তবে বাজারে কিছুটা কমেছে সবজি ও মাছের দাম। গ্রীষ্মের সবজিগুলো ৫০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন জাতের মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা কমেছে।
অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার ওপরেই আটকে আছে। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। সোনালি মুরগির কেজি ২৮০ থেকে ৩৩০ টাকা। আর প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
বিজনেস আওয়ার/ ১৪ জুলাই,২০২৩/এসএস