বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরাকিমকে স্পট থেকে প্রত্যাহার করে মূল মার্কেটে লেনদেনের অনুমতি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন মূল মার্কেটে শুরু হয়েছে।
জানা গেছে, বিএসইসি গত ১৬ সেপ্টেম্বর কোম্পানিটিকে স্পট মার্কেট থেকে প্রত্যাহার করে মূল মার্কেটে লেনদেনে সিদ্ধান্ত নেয়।
এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেনের নির্দেশ দিয়েছিল।
বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২০/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: