বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬১টির বা ১৫ দশমিক ৯২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রোর ৪ দশমিক ৭০ শতাংশ, রূপালী লাইফের ৪ দশমিক ৬৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪ দশমিক ৪৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ৪ দশমিক ৬ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩ দশমিক ৬৫ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৩ দশমিক ৩৮ শতাংশ, সিএপিএম আইবিবিএলের ৩ দশমিক ২৮ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ২০ শতাংশ এবং সী পার্লের ২ দশমিক ৬৯ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/ ১৬ জুলাই,২০২৩/এসএএস