বিজনেস আওয়ার প্রতিবেদক : ভাল মন্দের মধ্যেও ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার প্রতি মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি ২১ দশমিক শূন্য ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য আমানতকারী, গ্রাহক, কর্মী ও অংশীদারদের আস্থা অর্জন। পাশাপাশি শেয়ারহোল্ডারদের সম্পদের মূল্য বৃদ্ধি করা।
গতকাল সোমবার ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান কার্যালয়ে ২৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে তিনি এসব কথা বলেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োগকৃত চেয়ারম্যান।
এজিএমে ২০২২ সমাপ্ত বছরের (জানুয়ারী-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। পাশাপাশি শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশ করা নো ডিভিডেন্ড সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। একই সঙ্গে কোম্পানির আর্থিক প্রতিবেদন, পরিচালক রির্পোট, পরিচালক মনোনয়ন, নিরীক্ষক ও তার পারিশ্রমিক নির্ধারন এজেন্ডা অনুমোদন হয়েছে।
প্রতিষ্ঠানটির অগ্রগতির চিত্র তুলে ধরেন নজরুল ইসলাম খান বলেন, কোম্পানির দায়কে মূলধনে রুপান্তরকরণের চলমান প্রক্রিয়া সম্পন্ন হলে, প্রতিষ্ঠানটি সঞ্জিবিত হবে। এতে করে নতুন শেয়ারহোল্ডাররা আমাদের সাথে যুক্ত হবে। একই সাথে সম্মিলিতভাবে ব্যবসায়িক গতিবৃদ্ধি করে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত সম্ভব হবে।
আরও বলেন, ব্যবসায় প্রসার করেই প্রতিষ্ঠানকে টিকে থাকতে হবে। ২০২২ সালে বিভাগগুলো স্বাধীনভাবে লক্ষ্যমাত্রা নির্ধারনের সুযোগ দেয়া হয়েছে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক সহযোগিতা দেয়া হচ্ছে। আর্থিক সূচক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানের ২০২০ সালের নেট পরিচালন লোকসান ২৪৮ কোটি টাকা থেকে কমে ২০২১ সালে ১৮০ কোটি টাকা এসেছিল। আরও কমে পরের বছর ২০২২ সালে ১৭৩ কোটি টাকা পৌছেছে। ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে এবছর লাভের ফিরব বলে আশা করছি।
এজিএমে প্রতিষ্ঠানের স্বাভাবিক গতিশীলতায় ফিরিয়ে আনতে পুনর্গঠন প্রক্রিয়ার বাস্তবায়ন শেষ পর্যায়ে আছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। ভার্চুয়াল এজিএমে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের পরিচালকসহ শেয়ারহোল্ডাররা।
বিজনেস আওয়ার/১৮ জুলাই, ২০২৩/এমএজেড