বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালিত হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে আটক করেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। বাকি কিছু নাম পেয়েছি, তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এ হামলা করেছে তাদের মোটিভ কি ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারন করা লোকগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি না তা আমরা জানার চেষ্টা করছি।
উল্লেখ্য, গতকাল ঢাকা–১৭ আসনের ভোট গ্রহণ চলাকালে বেলা সোয়া তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় পেছন থেকে তাকে উদ্দেশ্য করে কিছু লোক গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। স্কুল থেকে বের হয়ে ফটকের সামনে দিয়ে সোজা বনানী ১৬ নম্বর সড়কের দিকে দ্রুত এগোতে থাকেন হিরো আলম। তখন হিরো আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর রামপুরাস্থ বেটার লাইভ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিজনেস আওয়ার/ ১৮ জুলাই,২০২৩/ এএইচএ