ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার গ্লোবাল লিগের দলের সহ অধিনায়ক লিটন

  • পোস্ট হয়েছে : ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • 151

বিজনেস আওয়ার প্রতিবেদক : লিটন দাস দেশ ছেড়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে। এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন তিনি। কানাডা উড়ে যাওয়ার পর একটি সুখবর পেয়েছেন লিটন।

দলটির সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লিটন। তখন তিনি বলেছিলেন কানাডার লিগে খেলার অভিজ্ঞতা কাজে দেবে আন্তর্জাতিক ক্রিকেটে। নিজের শিখতে চাওয়ার ইচ্ছের কথাও জানান বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার।

লিটন বলেন, আপনি যে কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে এটা আপনার জন্য ভালো। অভিজ্ঞতা বাড়বে। শেখা হচ্ছে কে খেলবে এটা বড় ফ্যাক্ট না, আপনি যে ফরম্যাটটা খেলতে যাচ্ছেন সে ফরম্যাটটা আন্তর্জাতিক ক্রিকেটে আছে, তো এখানে যদি ম্যাচ খেলতে পারি ভবিষ্যতে সেটা জাতীয় দলের হয়েও কাজে দেবে।

এবারের আসরে লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা মাঠ মাতাবেন দলটির হয়ে। কানাডার এই ফ্র্যাঞ্চাইজ লিগে লিটন ছাড়াও খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে এখন তিনি কানাডাতে।

বিজনেস আওয়ার/ ২০ জুলাই,২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কানাডার গ্লোবাল লিগের দলের সহ অধিনায়ক লিটন

পোস্ট হয়েছে : ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : লিটন দাস দেশ ছেড়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে। এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন তিনি। কানাডা উড়ে যাওয়ার পর একটি সুখবর পেয়েছেন লিটন।

দলটির সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লিটন। তখন তিনি বলেছিলেন কানাডার লিগে খেলার অভিজ্ঞতা কাজে দেবে আন্তর্জাতিক ক্রিকেটে। নিজের শিখতে চাওয়ার ইচ্ছের কথাও জানান বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার।

লিটন বলেন, আপনি যে কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে এটা আপনার জন্য ভালো। অভিজ্ঞতা বাড়বে। শেখা হচ্ছে কে খেলবে এটা বড় ফ্যাক্ট না, আপনি যে ফরম্যাটটা খেলতে যাচ্ছেন সে ফরম্যাটটা আন্তর্জাতিক ক্রিকেটে আছে, তো এখানে যদি ম্যাচ খেলতে পারি ভবিষ্যতে সেটা জাতীয় দলের হয়েও কাজে দেবে।

এবারের আসরে লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা মাঠ মাতাবেন দলটির হয়ে। কানাডার এই ফ্র্যাঞ্চাইজ লিগে লিটন ছাড়াও খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে এখন তিনি কানাডাতে।

বিজনেস আওয়ার/ ২০ জুলাই,২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: