বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩টির বা ৫ দশমিক ৭১ শতাংশের শেয়ার দর কমেছে। সপ্তাহটিতে টপটেন লুজারে ৫০ শতাংশ ‘বি ’ ক্যাটাগরি কোম্পানির শেয়ার দর অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে রুপালী লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১৫ দশমিক ২০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫৬ দশমিক ২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫৯ টাকা বা ২৭ দশমিক ৪২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি দর ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের (বি ক্যাটাগরি) ১৪ দশমিক ২২ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের (বি ক্যাটাগরি) ১১ দশমিক ৩২ শতাংশ, জেনারেশেন নেক্সেটের (বি ক্যাটাগরি) ৮ দশমিক ৫৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার (বি ক্যাটাগরি) ৮ দশমিক ৫০ শতাংশ, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্সের (জেড ক্যাটাগরি) ৭ দশমিক ৬৫ শতাংশ, এমারেল্ড অয়েলের (জেড ক্যাটাগরি) ৭ দশমিক ৪৬ শতাংশ, মেঘনা পেটের (জেড ক্যাটাগরি) ৭ দশমিক ৩৪ শতাংশ, ঢাকা ডায়িংয়ের (বি ক্যাটাগরি) ৭ দশমিক ১০ শতাংশ এবং লুব-রেফের (এ ক্যাটাগরি) ৬ দশমিক ৪৬ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২৩/এমএজেড