বিজনেস আওয়ার প্রতিবেদক : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন। এরমধ্যে পুরুষ ৯০, নারী ১০ ও শিশু রয়েছে ৭ জন।
সোমবার (২২ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা।
ফরহাদ হোসেন হিরা জানান, ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকজন অবস্থা কিছুটা খারাপ থাকলেও তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যাসংকট দেখা দিয়েছে। অনেকেরই ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।
বিজেনস আওয়ার/২৪ জুলাই, ২০২৩/পিএস