বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩৩.০৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ৭৬.৬০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৬২.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৪.৫০ টাকা বা ১৮.৯৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ১৭.৫৫ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৪.০৭ শতাংশ, দুলামিয়া কটনের ১৩.৫১ শতাংশ, মিরাকলের ১০.৯০ শতাংশ, ফাইন ফুডসের ১০.৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৩৮ শতাংশ, আজিজ পাইপসের ৯.০৯ শতাংশ, এডিএন টেলিকমের ৮.৪৯ শতাংশ এবং সিনোবাংলার শেয়ার দর ৭.৪৪ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৮ সেপ্টেম্বর, ২০২০/এস