বিজনেস আওয়ার প্রতিবেদক : আয় ও ব্যয় দুটোই বেড়েছে জাতীয় পার্টির (জাপা)। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দলটির জমা দেওয়া ২০২২ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এমন চিত্র পাওয়া গেছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে হিসাব জমা দেওয়ার পর জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে (২০২২) আমাদের আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে স্থিতি আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।
গত বছর (২০২১ পঞ্জিকা বছর) ব্যাংকে জমাসহ দলটির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা ছিল। ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। স্থীতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।
দলগুলো মনোনয়ন ফরম বিক্রি, প্রকাশনা বিক্রি প্রভৃতি থেকে আয় করে। আর ব্যয় করে প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতন প্রভৃতি খাতে।
প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।
বিজনেস আওয়ার/ ২৭ জুলাই,২০২৩/ এসএএস