বিজনেস আওয়ার ডেস্ক: উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশকে গ্যাস বিতরণ সক্ষমতা বাড়াতে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটির প্রধান কার্যালয় থেকে শুক্রবার (২৮ জুলাই) পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংস্থাটি জানায়, গ্যাস বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানো, আবাসিক ও শিল্প গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটার সিস্টেমের মাধ্যমে গ্যাস বিতরণ, সঞ্চালন লাইন থেকে প্রাকৃতিক গ্যাসের লিকেজ কমাতে বাংলাদেশকে সহায়তা করতে ৩০ কোটি ডলার অনুমোদন দেয়া হয়েছে।
‘গ্যাস সেক্টর ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট অ্যান্ড কার্বন অ্যাবাটমেন্ট প্রজেক্ট’ নামের প্রকল্পের আওতায় এ অর্থ দেয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।
গ্যাস ট্রান্সমিশন ও সঞ্চালন নেটওয়ার্কে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্যাস লিকেজ ও অন্যান্য ক্ষতিগুলোর সমাধানে এই ঋণের অর্থ ব্যবহার করা হবে। পাশাপাশি আবাসিক ও শিল্প ব্যবহারকারীদের গ্যাস ব্যবহারের অপচয় কমাবে এবং সঞ্চালন নেটওয়ার্ক পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
এই প্রকল্পের আওতায় ঢাকা ও রাজশাহী বিভাগে ১২ লাখেরও বেশি প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে। এর মধ্যে ঢাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় আবাসিক গ্রাহকদের ৫৪ শতাংশ অর্থাৎ ১১ লাখ প্রিপেইড মিটার স্থাপন করা হবে। এ ছাড়া রাজশাহী বিভাগে ১ লাখ ২৮ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হবে। যা তত্ত্বাবধান করবে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
এ ছাড়া এ প্রকল্পের আওতায় পিজিসিএলের নেটওয়ার্কে একটি সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম চালু করা হবে। যা গ্যাস প্রবাহ পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি মিথেন গ্যাসের লিক কমাতে সাহায্য করবে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য ২০২১ সালের এনডিসি-প্রতিশ্রুতি অর্জনের জন্য জ্বালানি খাতের দক্ষতা উন্নত করা প্রয়োজন। প্রকল্পটি গৃহস্থালী এবং শিল্পে প্রাকৃতিক গ্যাসের অপচয় কমাতে এবং গ্যাস পাইপলাইন থেকে নির্গত মিথেনের পরিমাণ কমাতে সাহায্য করবে।
বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২৩/এএইচএ