ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জেএমআই হসপিটালে পাওয়া যাবে ভারতের অ্যাপোলোর চিকিৎসা

  • পোস্ট হয়েছে : ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনায় তিন বছর পর বাংলাদেশে ফিরছে ভারতের চেইন হাসপাতাল অ্যাপেলো হসপিটাল। আগামী কয়েকদিনের মধ্যে ভারতের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জেএমআই হসপিটালের একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

জেএমআই সূত্রে জানা গেছে, ঢাকায় ও ঢাকার বাইরে হাসপাতাল ও ক্লিনিক স্থাপন করার লক্ষ্যে ইতোমধ্যে ‘অ্যাপেলো ক্লিনিক অ্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল’ শীর্ষক একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করা হয়েছে। যার মালিকানায় রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল লিমিটেড।

জেএমআই হসপিটালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ অ্যাপেলোর সঙ্গে চুক্তি করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো দিন চুক্তিটি স্বাক্ষর করা হবে।’

তিনি জানান, ‘প্রথম পর্যায়ে রাজধানী ঢাকায় এবং পর্যায়ক্রমে ঢাকার বাইরে হাসপাতাল ও ক্লিনিক স্থাপন করার মাধ্যমে বাংলাদেশে ভারতের শীর্ষ হাসপাতাল অ্যাপোলোর চিকিৎসা সেবা দেওয়া হবে।

জেএমআই হসপিটাল শেয়ারবাজারে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি বিধায় সবকিছু গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় হাসপাতাল করার জন্য আমাদের একটি উপযুক্ত জমি রয়েছে। হাসপাতাল করার প্রয়োজনীয় প্রস্তুতিও আমরা সম্পন্ন করেছি। চুক্তিটি স্বাক্ষরের পরই আমরা সামনে অগ্রসর হবো।’

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে ভারতের আমাদের ফ্র্যাঞ্চাইজি হাসপাতাল অ্যাপোলোর সহযোগিতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৪২৫ শয্যাবিশিষ্ট ‘অ্যাপোলো হাসপাতাল’ নতুন একটি হাসপাতালের যাত্রা শুরু হয়। এসটিএস গ্রুপের মালিকানায় হাসপাতালটি ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ জেসিআই সনদও পায়। এরপর ১৫ বছরের চুক্তি শেষ হয়ে গেলে অ্যাপেলো হাসপাতাল চুক্তিটি আর নবায়ন করেনি। ফলে ২০২১ সাল থেকে অ্যাপেলো হাসপাতালের নাম পরিবর্তন হয়ে এভারকেয়ার হাসপাতালে রূপ নেয়।

বাংলাদেশ থেকে অ্যাপোলো হাসপাতাল চলে যাবার পর জেএমআই সহ বাংলাদেশের কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফ্যঞ্চাইজটির সঙ্গে বাংলাদেশে হাসপাতাল স্থাপন করার চেষ্টা চালাতে থাকে। সবশেষে জেএমআই সফল হয় এবং অ্যাপেলো হাসপাতালের সঙ্গে জেএমআই হসপিটাল বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করার সুযোগ পায়।

বিজনেস আওয়ার/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জেএমআই হসপিটালে পাওয়া যাবে ভারতের অ্যাপোলোর চিকিৎসা

পোস্ট হয়েছে : ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনায় তিন বছর পর বাংলাদেশে ফিরছে ভারতের চেইন হাসপাতাল অ্যাপেলো হসপিটাল। আগামী কয়েকদিনের মধ্যে ভারতের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জেএমআই হসপিটালের একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

জেএমআই সূত্রে জানা গেছে, ঢাকায় ও ঢাকার বাইরে হাসপাতাল ও ক্লিনিক স্থাপন করার লক্ষ্যে ইতোমধ্যে ‘অ্যাপেলো ক্লিনিক অ্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল’ শীর্ষক একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করা হয়েছে। যার মালিকানায় রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল লিমিটেড।

জেএমআই হসপিটালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ অ্যাপেলোর সঙ্গে চুক্তি করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো দিন চুক্তিটি স্বাক্ষর করা হবে।’

তিনি জানান, ‘প্রথম পর্যায়ে রাজধানী ঢাকায় এবং পর্যায়ক্রমে ঢাকার বাইরে হাসপাতাল ও ক্লিনিক স্থাপন করার মাধ্যমে বাংলাদেশে ভারতের শীর্ষ হাসপাতাল অ্যাপোলোর চিকিৎসা সেবা দেওয়া হবে।

জেএমআই হসপিটাল শেয়ারবাজারে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি বিধায় সবকিছু গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় হাসপাতাল করার জন্য আমাদের একটি উপযুক্ত জমি রয়েছে। হাসপাতাল করার প্রয়োজনীয় প্রস্তুতিও আমরা সম্পন্ন করেছি। চুক্তিটি স্বাক্ষরের পরই আমরা সামনে অগ্রসর হবো।’

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে ভারতের আমাদের ফ্র্যাঞ্চাইজি হাসপাতাল অ্যাপোলোর সহযোগিতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৪২৫ শয্যাবিশিষ্ট ‘অ্যাপোলো হাসপাতাল’ নতুন একটি হাসপাতালের যাত্রা শুরু হয়। এসটিএস গ্রুপের মালিকানায় হাসপাতালটি ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ জেসিআই সনদও পায়। এরপর ১৫ বছরের চুক্তি শেষ হয়ে গেলে অ্যাপেলো হাসপাতাল চুক্তিটি আর নবায়ন করেনি। ফলে ২০২১ সাল থেকে অ্যাপেলো হাসপাতালের নাম পরিবর্তন হয়ে এভারকেয়ার হাসপাতালে রূপ নেয়।

বাংলাদেশ থেকে অ্যাপোলো হাসপাতাল চলে যাবার পর জেএমআই সহ বাংলাদেশের কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফ্যঞ্চাইজটির সঙ্গে বাংলাদেশে হাসপাতাল স্থাপন করার চেষ্টা চালাতে থাকে। সবশেষে জেএমআই সফল হয় এবং অ্যাপেলো হাসপাতালের সঙ্গে জেএমআই হসপিটাল বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করার সুযোগ পায়।

বিজনেস আওয়ার/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: