বিজনেস আওয়ার ডেস্ক: বিদায়ী জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৫০৫ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা হিসাবে)।
জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। জুন মাসের তুলনায় জুলাইয়ে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কমেছে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২৬ মিলিয়ন ডলার।
মঙ্গলবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মো. সরোয়ার হোসেন।
জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধির পর জুলাই মাসে প্রবাসী আয় কমতে শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে মাসের শেষ দিনে ৩১ জুলাই প্রবাসী আয়ের ডলারের মূল্য ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা বৃদ্ধি করে ১০৯ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রবাসী আয়ে প্রতি ডলারে সরকার প্রণোদনা দিচ্ছে ২ টাকা ৫০ পয়সা। এর ফলে প্রবাসীরা ১ ডলার দেশে পাঠালে পাবেন ১১১ টাকা ৫০ পয়সা।
বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২৩/এএইচএ