বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২ আগস্ট) বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে ছাত্র ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা টিএসসির দিকে যাচ্ছিল। মিছিলটি টিএসসির মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে এর গতিরোধ করে হামলা চালান তারা। এ ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
এ সময় নুরের ওপর হামলা করে তাকে কিল-ঘুসি এবং লাথি মারতে দেখা যায়। পরে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে সেখান থেকে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামালা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি ও হয়রানি, মাদরাসাশিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকাল চারটার দিকে সমাবেশ ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। নুর তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে যোগ দিতে এলে পূর্বে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/০২ আগস্ট, ২০২৩/এএইচএ