২০০ নম্বর কমানো হয়েছে জেএসসি ও জেডিসিতে

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ এ বছর অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে নম্বর ও বিষয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সুপারিশের আলোকে জেএসসি ও জেডিসি পরীক্ষা থেকে সাতটি বিষয়ে মোট ৬৫০ নম্বরের পরীক্ষা নেয়ার প্রস্তাব করেছে। সেটি আমরা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।
বর্তমানে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়। এরমধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ১৫০ নম্বরে এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫০ নম্বরে পরীক্ষা হতো। সেখান থেকে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৫০ কমিয়ে ১০০ নম্বরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। আর চতুর্থ বিষয় ১০০ নম্বরকে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়নে নেয়া হয়। ফলে এখন থেকে জেএসসিতে ২০০ নম্বর কমে ৬৫০ নম্বরে পরীক্ষা হবে। আর জেডিসিতে আগে ১০৫০ নম্বরের পরীক্ষা হতো। এখন থেকে ৮৫০ নম্বর পরীক্ষা হবে। সর্বমোট ২০০ নম্বর কমানো হয়েছে জেএসসি ও জেডিসিতে।
শিক্ষাসচিব বলেন, জেএসসিতে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এখন দুই পত্রের জন্য দুটি পরীক্ষা হয়, দুটি পত্র মিলিয়ে মোট নম্বর থাকে ১৫০। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ বিষয়ের পরীক্ষা এখন শিক্ষা প্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে। তবে গণিত, ধর্ম, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা আগের মতো আগের নম্বরে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে শিক্ষার্থীদের উপর লেখাপড়ায় চাপ দেয়া হচ্ছে। এসব বিষয় আমলে নিয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষায় বিষয় ও নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে শিখন ফলাফল অক্ষুণ্ন রেখে নম্বর এবং বিষয় কমানো হয়েছে, যাতে একজন শিক্ষার্থী সঠিক শিক্ষাটা আয়ত্ব করতে পারে। শিক্ষার লক্ষ্য যেন ব্যাহত না হয়। বিভিন্ন বোর্ড চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে বিষয় এবং নম্বর কমানো হয়েছে। সে অনুযায়ী সিলেবাসও তৈরি করা হবে। যেহেতু বিষয় এবং নম্বর কমানো হয়েছে তাই শিক্ষার্থীদের উপর এর কোনো চাপ পড়বে না।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পযায়ের কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক আক্তারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রমুখ।
বিজনেস আওয়ার/৩১মে/আর আই
এই বিভাগের অন্যান্য খবর
- আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হলেন মজনু
- ৩ পরীক্ষার্থীকে বহিস্কার
- র্যাগিংয়ের অভিযোগে ইবি'র পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
- বদলে গেল মাভাবিপ্রবি’র প্রত্যয়-৭১ এর নামফলকের উন্মোচনকারী
- মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদের সাধারন সভা
- রাতভর বোমা ভেবে বেগুন পাহারা
- ভালবাসা দিবসে রাবিতে ‘প্রেমবঞ্চিত’দের বিক্ষোভ
- মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতির বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন
- ছাত্রকে থুথু খেতে বাধ্য করলেন শিক্ষক
- ইজতেমার কারণে পেছালো এসএসসির তিন পরীক্ষা
- নেইমার-এমবাপে সাথে যোগ দিচ্ছে বড় তারকা ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- পাঁচটি রেকর্ড এক ইনিংসে ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- দেনমোহরের টাকা কেন পাবে স্ত্রী ডিভোর্স দিলে? ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- প্রধানমন্ত্রীর জন্য বিশাল নৌকা প্রস্তুত পতেঙ্গায় ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- আগামীকাল সংরক্ষিত নারী এমপিরা যোগ দিচ্ছেন সংসদে ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ঘরোয়া ভাবে তৈরি করুন আনারসের জ্যাম ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- মন্ত্রীকে বিয়ে করতে যাচ্ছে সানাই ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ছোট পরিসরে মুক্তি পেল ‘প্রেম আমার টু’ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ‘গুরুতর আহত অভিনেতা শামীম জামান’ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ‘চকবাজারের অগ্নিকাণ্ডে তারকাদের শোক’ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- প্রেক্ষাগৃহে নতুন দুই চলচ্চিত্র ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হলেন মজনু ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ‘জঙ্গী ও মাদক থেকে দূরে থাকতে স্কাউটের বিকল্প নেই’ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ‘রাসায়নিক গুদাম সরানোর দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি দিতে হবে’ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ডিসিসিআই দগ্ধদের চিকিৎসায় ২৫ লাখ টাকা দেবে ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় জাতিসংঘের মহাসচিবের শোক প্রকাশ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- অলিম্পিকে পাকিস্তানকে একঘরে করতে গিয়ে বিপাকে ভারত ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- তিন বিয়ে কেন আলোচনায় সমাধান হলে ? ইমরানকে রামগোপাল ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- ফায়ার সার্ভিসে ১৮৫ জনের চাকরি ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- 'চুড়িহাট্টা আগুনের তদন্ত প্রতিবেদন ২-৩ দিনেই' ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- কেমিক্যাল গোডাউন অপসারণ শুরু ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- 'গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত' ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- আবারও ধারাবাহিক নাটকে শবনম ফারিয়া ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- শুরু হল সপ্তাহব্যাপী সঞ্চয় সপ্তাহ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- দেশে গত ২০ দিনে ১৫০০ ফেসবুক আইডি বন্ধ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
-
ডাকসু নির্বাচন
চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা ২৩ ফেব্রুয়ারি ২০১৯ - প্রস্তুতি ম্যাচে রান পাহাড় টাইগারদের ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- বিস্ফোরকের ওপরেই তাদের বসবাস ২৩ ফেব্রুয়ারি ২০১৯
- সর্বোচ্চ আদালতের রায় অগ্রাহ্য করেছে বিএসইসি ২৩ ফেব্রুয়ারি ২০১৯