sristymultimedia.com

ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬


গেইনারের শীর্ষে কাশেম ইন্ডাস্ট্রিজ

০৪:৫০পিএম, ১১ জুন ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৬৪ শতাংশ প্রতিষ্ঠা্নের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কাশেম ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ছিল ৩৬.২০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ৩৯.৮০ টাকায়। অর্থাৎ কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আজ ৩.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৬৪ শতাংশ, সোনালী আঁশের ৮.৭২ শতাংশ, এসইএমএল এলবিএলএসএল গ্রোথ ফান্ডের ৮.১০ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৮.০৭ শতাংশ, জেমিনি সী ফুডের ৭.৮৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৭.৫৭ শতাংশ, আরামিটের ৭.০১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৩১ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৯৭ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/১১ জুন, ২০১৯/পিএস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে