sristymultimedia.com

ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৪ অগ্রহায়ণ ১৪২৬


নিউইয়র্ক মাতালেন সানী-মৌসুমী

০১:৫০পিএম, ১৬ জুন ২০১৯

বিনোদন ডেস্কঃ তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের। সম্প্রতি নাচে-গানে মঞ্চ আলোকিত করছেন তারা।

নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দেন সানী-মৌসুমী। সেখানে গেল ১৪ জুন কুইন্স প্যালেসে বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যালে পারফর্ম করেন তারা।

জমকালো এই অনুষ্ঠানে মঞ্চ মাতান শোবিজের দুই জনপ্রিয় মুখ ওমর সানী ও মৌসুমী। এটি একটি চ্যারিটি শো ছিল। পছন্দের তারকাদের কাছে পেয়ে সকলের ছিল অন্য রকম উচ্ছ্বাস।

ওমর সানী নিজের ফেসবুক পোস্ট-এ পারফর্মেন্সের ছবি শেয়ার করেছেন।

এই অনুষ্ঠানে আরও অংশ নেন তারিন, রিজিয়া পারভীন, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, খন্দকার ইসমাইলসহ অনেকে।

বিজনেস আওয়ার/১৬ জুন,২০১৯/আরআই

উপরে