sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


বুধবার থেকে কমতে পারে তাপপ্রবাহ

০৪:৩৬পিএম, ১৭ জুন ২০১৯

বিজনেস আওয়ার ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী ১৯ জুন বুধবার থেকে কমতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও নওগাঁ অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বুধবার থেকেই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

রাজধানীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

উপরে