businesshour24.com

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬


পরশু থেকে ফের বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের অবস্থান

০৫:৩২পিএম, ১৭ জুন ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ছাত্রদলে বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে 'বয়স্ক' বলে পরিচিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা যে অবস্থান কর্মসূচি পালন করছেন আগামীকাল তাতে বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরশু (১৯ জুন) থেকে ফের অবস্থান নেবেন তারা। আন্দোলনকারীরা এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার (১৫ জুন) থেকে আন্দোলন করছেন ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা। আজ সোমবারও বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, আমারা আগামীকাল অবস্থান কর্মসূচি থেকে বিরতি নিয়েছি। আগামী পরশু থেকে আমাদের এই কর্মসূচি যথারীতি চলবে।

তিনি বলেন, আমরা আশা করছি দলের হাইকমান্ড আমাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। এই কারণে আমরা এই অবস্থান কর্মসূচিতে বিরতি নিয়েছি। এ ছাড়া সার্বিক বিষয়ে আমরা আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।

বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন বলেন, আগামী পরশুদিন থেকে আমরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে