sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২১ অগ্রহায়ণ ১৪২৬


আদালতের নির্দেশে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন স্থগিত

০৫:৩৪পিএম, ২০ জুন ২০১৯

বিনোদন ডেস্কঃ টেলিভিশন মাধ্যমের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জরি করেছেন আদালত। ২১ জুন এই নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৯ জুন আদালত এই নির্দেশনা দেন।

জানা গেছে, বেশকিছু অভিযোগ এনে বুধবার (১৯ জুন) নির্বাচন স্থগিতের জন্য দ্বিতীয় সহকারী আদালতে শেখ মো. এহসানুর রহমান, আব্দুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ওইদিনই নির্বাচন স্থগিতের নির্দেশ দেন আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মাদ শাফি এই আদেশ দিয়েছেন।

সেই সঙ্গে তিন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাশ ও মাসুম আজিজস ও শিল্পী সংঘের সর্বশেষ সভাপতি শহীদুল আলম সাচ্চুসহ মোট ৮ জন বিবাদীকে ১৯ জুন হতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

তবে এখনও এমন কোনো নোটিশ না পাওয়ার কথা জানিয়েছেন শিল্পী সংঘের সদ্য বিদায়ী সভাপতি শহীদুল আলম সাচ্চু।

বিজনেস আওয়ার/২০ জুন,২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে