sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


শুটিং শুরুর আগেই হল বুকিং শুরু

০১:২১পিএম, ১৫ জুলাই ২০১৯

বিনোদন ডেস্ক : এখনও 'বীর' ছবির সেটে যাননি ঢাকাই ছবির কিং খান শাকিব। সোমবার (১৫ জুলাই) থেকে শুরু হবে এর কাজ। তবে তার আগেই হাতে পড়ল ছবিটি মুক্তির জন্য হল বুকিং। হলের মালিকরা এসে ছবিটি নেওয়া জন্য বুকিং মানি তুলে দেন।

এ প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ছবির কাজ এখনও শুরু হয়নি, তার আগেই হল মালিকরা যে আগ্রহ দেখিয়েছেন, তার জন্য তাদের ধন্যবাদ। আশা করা হচ্ছে, ‘বীর’ চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’কেও ছাড়িয়ে যাবে।

বুকিং দেওয়া হলগুলো হলো- ছায়াবাণী, সাগরিকা, সিনেমা প্লেস, মধুমতি, সত্যবর্তী ও আশা। ১৫ জুলাই ছবিটি শুটিং ফ্লোরে গেলেও এর নায়িকা এখনও চূড়ান্ত নয়।

অন্যদিকে গত ডিসেম্বরে একটি গানের সংগীত ধারণের মধ্য দিয়ে ‘বীর’ ছবির কাজ শুরু হয়। যেখানে কণ্ঠ দেন শাকিব নিজেই।

এদিকে গত মাসে একসঙ্গে চারটি ছবির ঘোষণা দেন প্রযোজক শাকিব খান। এগুলো হলো- ‘বীর’, ‘ফাইটার’, ‘পাসওয়ার্ড-২’ ও ‘প্রিয়তমা’। সবই প্রযোজনা করছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল।

আর 'বীর' ছবির মাধ্যমে কাজী হায়াৎ ৫০তম ছবি পরিচালনা করছেন। ২০১৮ সালেই এর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে তিনি সুস্থ হন।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে