মহানায়ক বুলবুল আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির মহানায়ক উপাধি নিয়ে আজও চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে অমর হয়ে আছেন বুলবুল আহমেদ। যাদের হাত ধরে বাংলা সিনেমার সোনালী দিন এসেছিলো তিনি তাদেরই একজন।
সুদর্শন, সুশিক্ষিত, মার্জিত, রুচিশীল এই অভিনেতা অভিনয় গুণে পৌঁছেছিলেন সব শ্রেণির দর্শকের অন্তরে। মৌলিক চলচ্চিত্রে অভিনয় করাটা ছিলো তার তৃপ্তির জায়গা।
সোমবার (১৫ জুলাই) ঢাকাই ছবির এই 'মহানায়ক'র নবম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান।
বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালে পুরান ঢাকায়। তার আসল নাম তাবারক আহমেদ। আদর করে তার বাবা-মা বুলবুল বলে ডাকতেন। দাম্পত্য জীবনে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ।
এই দম্পতির তিন সন্তান হলেন- মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভ। দারুণ মেধাবী ছিলেন বুলবুল। পড়াশোনা করেছেন ঢাকার কলেজিয়েট স্কুল, নটর ডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
পড়াশোনা শেষ করার পর তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে চাকরিজীবন শুরু করেন তিনি। চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় শুরু করেন।
বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক ছিলো আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘বরফ গলা নদী’। এটি ১৯৬৪ সালে বিটিভিতে প্রচারিত হয়।
উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে- মালঞ্চ, ইডিয়েট, মাল্যদান, বড়দিদি, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে। সব মিলিয়ে প্রায় চার শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ টিভি নাটক ছিল ২০০৯ সালে 'বাবার বাড়ি'।
১৯৭৩ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় শুরু করেন। এর পরের বছর আবদুল্লাহ আল মামুনের ‘অঙ্গীকার’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি ছবি দিয়েই তিনি বাজিমাত করেন।
তবে বুলবুল আহমেদ ঢাকাই ছবির দর্শকের কাছে চিরদিন শ্রদ্ধেয় হয়ে থাকবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’- এ দুর্দান্ত রূপদান করে। এই দুটি চলচ্চিত্র দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সকল শ্রেণির দর্শকের অন্তরে।
এছাড়াও ‘মহানায়ক’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্য্য কন্যা’, ছবিগুলোতে বুলবুল আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায়।
বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ধীরে বহে মেঘনা, জীবন নিয়ে জুয়া, রূপালী সৈকতে, বধূ বিদায়, জন্ম থেকে জ্বলছি, দি ফাদার প্রভৃতি। বুলবুল আহমেদ অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিলো ‘দুই নয়নের আলো’।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেন বুলবুল আহমেদ। ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন প্রভৃতি সিনেমার সফল নির্মাতা ছিলেন।
নন্দিত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু দিবসে তার আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি জানায়। অদেখা ভুবনে ভালো থাকুন বুলবুল আহমেদ।
বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
- নৌবাহিনীতে চাকরির সুযোগ ০৫ ডিসেম্বর ২০১৯
- পেঁয়াজ ও চালে অস্বস্তি, দাম কমেছে সবজির ০৫ ডিসেম্বর ২০১৯
- ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ০৫ ডিসেম্বর ২০১৯
- শিক্ষা কার্যক্রমে বড় পরিবর্তন আসছে ০৫ ডিসেম্বর ২০১৯
- ভাসানীতে বিনাভাড়ায় যাতায়াত করবে পরীক্ষার্থীরা ০৫ ডিসেম্বর ২০১৯
- ফায়ারফক্স আনলো নতুন ভিডিও প্লেব্যাক টুল ০৫ ডিসেম্বর ২০১৯
- 'মেয়েদের ফ্রি স্যানিটারি ন্যাপকিন দেবে সরকার' ০৫ ডিসেম্বর ২০১৯
- বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী টিকিট মিলবে কাল ০৫ ডিসেম্বর ২০১৯
- ঊর্বশী এক ঘন্টায় নেবেন ৩ কোটি টাকা ০৫ ডিসেম্বর ২০১৯
- তিন চোরকে ধরতে সহায়তা চাইলো পুলিশ ০৫ ডিসেম্বর ২০১৯
- হলি আর্টিসান মামলার রায়ের কপি হাইকোর্টে ০৫ ডিসেম্বর ২০১৯
- বিয়ে ও বিচ্ছেদের নাটক 'সেই তুমি, এই আমি' ০৫ ডিসেম্বর ২০১৯
- শীতে গোড়ালি ফাটা সমাধানের ৪ টোটকা ০৫ ডিসেম্বর ২০১৯
- রোহিঙ্গা গণহত্যা মামলায় প্রচণ্ড চাপে মিয়ানমার ০৫ ডিসেম্বর ২০১৯
- শ্রমিকদের মালয়েশিয়া থেকে ফেরাতে বিশেষ ফ্লাইট ০৫ ডিসেম্বর ২০১৯
- 'আমরা নথিপত্র দেখে মামলা বিচার করি' ০৫ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ধামাচাপার চেষ্টা ০৫ ডিসেম্বর ২০১৯
- টাকার কারণেই মিরপুরে জোড়া খুন ০৫ ডিসেম্বর ২০১৯
- ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা আটক ০৫ ডিসেম্বর ২০১৯
- ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ ০৫ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার ০৫ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে দেয়াল ধ্বসে ট্রাক চালক নিহত ০৫ ডিসেম্বর ২০১৯
- ডিএসইতে ৮০ শতাংশ ব্যাংকের শেয়ার দর পতন ০৫ ডিসেম্বর ২০১৯
- নয়াপল্টনে বিএনপির ৭ নেতাকর্মী আটক ০৫ ডিসেম্বর ২০১৯
- লাইসেন্স পেল 'উবার', 'পাঠাও' এবং 'সহজ' ০৫ ডিসেম্বর ২০১৯
- পতন শেয়ারবাজারে ০৫ ডিসেম্বর ২০১৯
- আইপিএল নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার, মুশফিকের 'না' ০৫ ডিসেম্বর ২০১৯
- মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়েছে সালমা বাহিনী ০৫ ডিসেম্বর ২০১৯
- 'খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট চূড়ান্ত হয়েছে গতরাতেই, জমা দেয়নি' ০৫ ডিসেম্বর ২০১৯
- লাইসেন্স পায়নি বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংক ০৫ ডিসেম্বর ২০১৯