sristymultimedia.com

ঢাকা, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ৩০ অগ্রহায়ণ ১৪২৬


লুজারের শীর্ষে উঠেছে বিআইএফসি

০৫:৫৬পিএম, ১৫ জুলাই ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৮৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের (বিআইএফসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর ছিল ৪ টাকায়। সোমবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৯.৭২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.১৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৯.১৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৯৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৯৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়েরর ৮.৯৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৮.৩৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ এবং বিডি থাইয়ের শেয়ার দর ৮.১২ শতাংশ কমেছে।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০১৯/পিএস

এই বিভাগের অন্যান্য খবর

বিদায়ী সপ্তাহে সব সূচকে পতন
ডিএসইতে লেনদেন কমেছে ৭’শ কোটি টাকা

উপরে